কৃষি বিজ্ঞানীদের প্রণোদনার আওতায় আনতে চাই: প্রধানমন্ত্রী
৪ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৯ | আপডেট: ৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫০
ঢাকা: দেশের কৃষি বিজ্ঞানীদের প্রণোদনার আওয়াতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) প্রকাশিত ‘মুজিব শতবর্ষে ১০০ কৃষিপ্রযুক্তি অ্যাটলাস’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, গবেষণা এমন একটি জিনিষ যেটা এক দিনে শেষ হয়ে যায় না। অনেক সময় দীর্ঘ সময় গবেষণা করতে হয়। কিন্তু আমাদের সরকারি চাকরির একটি নিয়ম আছে, একটি বয়স নির্দিষ্ট করা আছে, এর পরে আর চাকরি করা যাবে না। কিন্তু গবেষণায় যারা সম্পৃক্ত থাকেন, সরকারি চাকরি তাদের জন্য সমস্যা। এইজন্যে আমি বার বার একটা বলেছি, সকলের কাছে চেয়েছি, কিন্তু তারা সুরাহা করতে পারেনি- এই গবেষকদের আমরা কিভাবে প্রণোদনা দিতে পারি কিংবা গবেষণা কাজের যে বিষয়টি থাকতে পারে তার ফসল যেন আমরা পাই (চাকরির বয়স শেষ হলেও গবেষণা যেন শেষ করে যেতে পারেন)।
তিনি আরও বলেন, বহুবার এটা নিয়ে চিন্তা করা হয়েছে, একবার একটা উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু দেখা গেল গবেষকদের জন্য যে সুযোগটা দিতে চাই, তাহলে সেখানে যারা কাজ করেন সবাই সেই সুযোগ চান। অফিসের পিয়ন, দারোয়ান থেকে কেউ বাদ যান না কিন্তু এটা তো হয় না, এটা তো সম্ভবও না। এটাই হচ্ছে আমাদের দেশের সমস্যা। কিন্তু যারা গবেষণা করবেন, তারা যেন সম্পূর্ণ মনযোগ দিয়ে করতে পারেন, গবেষণার জন্য লিপ্ত থাকতে পারেন, সেইটা কীভাবে পাওয়া যেতে পারে?
বিশ্ববিদ্যালয়গুলোতে বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না। কিন্তু আমাদের ইনস্টিটিউটগুলোতে আমরা কীভাবে এই প্রণোদনাটা দিতে পারি, আমি সেই পরামর্শটা আপনাদের কাছ থেকে চাচ্ছি। কারণ আমি চাচ্ছি যারা আমাদের কৃষি গবেষক তাদের আরও সুযোগ দিতে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত এই অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মতিয়া চৌধরী, কৃষি সচিব মেসবাহুল ইসলাম ও বিএআরসির নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ ড. শেখ মোহাম্মদ বখতিয়ার।
সারাবাংলা/ইএইচটি/এমআই