Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে আসতে শুরু করেছে আমদানির চাল

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৩

ঢাকা: ভারত থেকে ১ লাখ সাড়ে ১১ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে। এ নিয়ে (২ ফেব্রুয়ারি) পর্যন্ত ভোমরা, দর্শনা, বেনাপোল, সোনা মসজিদ, হিলি, বুড়িমারি, বাংলাবান্দা, শেওলাসহ দেশের বিভিন্ন স্থল বন্দর দিয়ে বেসরকারিভাবে মোট ৫৬ হাজার ৩৯১ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

বুধবার ( ৩ ফেব্রুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারিভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতির আওতায় ৫৫ হাজার ১২৯ মেট্রিকটন টন চাল দেশে পৌঁছেছে। সবমিলিয়ে ১ লাখ ১১ হাজার ৫২০ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

উল্লেখ্য, খাদ্যশস্যের বাজারমূল্যের ঊর্ধ্বগতির প্রবণতা রোধ, নিম্নআয়ের জনগোষ্ঠীকে সহায়তা এবং বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে বেসরকারি পর্যায়ে চালের আমদানি শুল্ক ৬২ দশমিক ৫০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ করে সরকার। সেই ধারাবাহিকতায় গত ২৭ ডিসেম্বর বেসরকারিভাবে চাল আমদানি জন্য বৈধ আমদানিকারকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ জানুয়ারির মধ্যে খাদ্য মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়।

সারাবাংলা/একে

খাদ্য মন্ত্রণালয় চাল আমদানি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর