দায়িত্ব বুঝে নিলেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নতুন নেতারা
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৮
ঢাকা: নির্বাচন অনুষ্ঠানের ১০ দিনের মাথায় পুরনো কমিটির কাছ থেকে দায়িত্বভার বুঝে নিয়েছেন ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নব নির্বাচিত নেতারা। রাজধানীর তোপখানা রোডে প্রেস কাউন্সিলের অডিটোরিয়ামে বুধবার (৩ জানুয়ারি) বিকেলে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও যৌথ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগের কমিটির সভাপতি জাকির হোসেন ইমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদ্য বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক।
নতুন নেতাদের মাঝে দায়িত্বভার তুলে দেওয়ার আগে অনুষ্ঠানে সংগঠন পরিচালনার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ওমর ফারুক, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ডিএসইসি’র সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, কে এম শহিদুল হক, আল মামুন, নাসিমা সোমা, ডিইউজে সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইনসহ অন্যরা।
সাবেক নেতাদের অভিজ্ঞতা বিনিময় শেষে পুরনো কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন নবনির্বাচিত সভাপতি মামুন ফরাজী, সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, যুগ্ম-সম্পাদক জাওহার ইকবাল খান, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম সেতু, কোষাধ্যক্ষ অলক বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর কবীর (কবীর আলমগীর), দফতর সম্পাদক মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক লাবিন রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌফিক অপু। তবে অসুস্থ থাকায় দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি আনজুমান আরা শিল্পী।
এ ছাড়া দায়িত্ব বুঝে নেন কার্যনির্বাহী ১১ জন সদস্যরা। এরা হলেন ফারজানা জবা, জাফরুল আলম, আবদুর রহমান খান, আমিনুল রানা, আ. হ. ম ফয়সাল, মো. মনির হোসেন, মো. ফখরুদ্দীন মুন্না, নাঈম মাশরেকী, আবু জাফর সাইফুদ্দীন, মোহাম্মদ আবদুল অদুদ, মো. সাফায়েত হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনাকালে আগের কমিটির সাধারণ সম্পাদক মুক্তাদির অনিক বলেন, ‘সংগঠনকে গতিশীল করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কোথাও সফল হয়েছি, কোথাও আমাদের ব্যর্থতা রয়েছে। সেই ব্যর্থতা থেকে আমাদের শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলতে হবে। নতুন কমিটি আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা প্রস্তুত আছি।’
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মামুন ফরাজী বলেন, ‘জাতীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠনগুলোর মধ্যে অন্যতম ঢাকা সাব-এডিটরস কাউন্সিল। সংগঠনটি সংবাদকর্মীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কাজ করবে। নব-নির্বাচিত কমিটির কাছে সংগঠনটির সাধারণ সদস্যদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি, সংগঠনের প্রতিটি নেতা সেই প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাবে।’
বিদায়ী কমিটির সহ-সভাপতি বশির হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত সবুজ কল্যাণ তহবিলকে আরও সমৃদ্ধ করে সদস্যদের কল্যাণে তা ব্যয় করার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন। যে কোনো প্রয়োজনে নতুন কমিটির সঙ্গে একাত্ম হয়ে কাজ করার প্রত্যয় প্রকাশ করেন তারা।
গত ২৫ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) নির্বাচন অনুষ্ঠিত হয়।
সারাবাংলা/একে