Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উগান্ডায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৯:১০

উগান্ডার পশ্চিমাঞ্চলীয় কাসেসি জেলায় সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) উগান্ডা রেডক্রসের বরাতে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

এ ব্যাপারে উগান্ডা রেডক্রসর যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিতা বুধবার (৩ ফেব্রুয়ারি) জানিয়েছেন, যাত্রীবহনকারী একটি ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীরা একটি অন্তেষ্ট্যিক্রিয়ায় যোগ দিতে যাচ্ছিল।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্মাণাধীন সড়কটি ছিল খুবই সংকীর্ণ। দুর্ঘটনার সময় অন্ধকার নেমে এসেছিল। দুর্ঘটনায় পড়া ট্রাক ও গাড়ির সঙ্গে কাসেসি থেকে আরও দুটি লরি এসে যুক্ত হয়। এরপর বুন্দিবোগিয়ো থেকে আরও একটি গাড়ি যুক্ত হয়। মোট পাঁচটি গাড়ি দুর্ঘটনাস্থলে যুক্ত হয়ে পড়ে। এতে ৩২ জন নিহত এবং পাঁচজন আহত হয়।

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, উগান্ডায় প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।

সারাবাংলা/একেএম

৩২ নিহত উগান্ডা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর