Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবের সই জালিয়াতি, আসামিকে পুলিশে দিলেন হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২৭ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৪১

ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিবের সই জালিয়াতির মামলায় মো. করিম মিয়া নামে এক ব্যক্তিকে জামিন না দিয়ে পুলিশে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আসামি মো. করিম মিয়ার বাড়ি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার উত্তর বালাপাড়া গ্রামে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মো. আমজাদ হোসেন।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সই জাল করেছেন আসামি মো. করিম মিয়া। পরে তিনজনের বিরুদ্ধে জালিয়াতির মামলা হয়।

এই মামলায় দুই আসামি গ্রেফতার হলেও করিম মিয়া পলাতক ছিলেন। এর মধ্যে তিনি হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন। আবেদনটির ওপর শুনানি নিয়ে তাকে জামিন না দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আইনজীবীরা জানান, গত বছরের ১৪ ফেব্রুয়ারি ভোর ৫টায় রংপুর-বগুড়া মহাসড়কে বড় ঈদগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে লালমনিরহাট থেকে ঢাকাগামী বাঁশ বোঝাই একটি ট্রাক থামায় হাইওয়ে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে ট্রাকের চালক মো. আজিম উদ্দিন ও তার হেলপার মো. মোতালেব হোসেন জানান, এই বাঁশ প্রধানমন্ত্রীর বাসভবনে রাষ্ট্রীয় অনুষ্ঠানের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তখন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সই দেওয়া একটি চিঠি দেখান। পরে ওই চিঠি নিয়ে সন্দেহ হলে পুলিশ বাঁশভর্তি ট্রাকটি আটক করে।

বিজ্ঞাপন

পরে পুলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, তিনি লেফট্যানেন্ট কর্নেল নন, তিনি কর্নেল। তাছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি।

পরে এ ঘটনায় রংপুরের পীরগঞ্জের বড় দরগাহ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন ট্রাকের মালিক করিম মিয়াসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

আসামি সই জালিয়াতি সচিব হাইকোর্ট

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর