Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যান্ড ওয়া‌শিং সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন পাটমন্ত্রীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৪৪ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৫

নারায়ণগঞ্জ: রূপগ‌ঞ্জে ক‌রোনাভাইরাস মোকা‌বিলায় জনগ‌ণের মা‌ঝে হ্যান্ড ওয়া‌শিং সরঞ্জাম বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপু‌রে উপ‌জেলার চনপাড়া এলাকায় চনপাড়া ক‌মিউ‌নি‌টি ক্লি‌নি‌কে ব্র্যা‌কের উদ্যো‌গে বিনামূ‌ল্যে এ হ্যান্ড ওয়া‌শিং সরঞ্জাম বিতরণ কার্যক্রম ভি‌ডিও কনফা‌রে‌ন্সের মাধ্যমে উদ্বোধন ক‌রেন তিনি।

বিজ্ঞাপন

কা‌য়েতপাড়া ইউনিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন, চনপাড়া কমিউনিটি ক্লি‌নি‌কের মে‌ডি‌কেল অফিসার ডাক্তার নুসরাত কা‌দির, ব্র্যা‌কের করোনাভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক মো. আরিফুল ইসলাম, ব্র্যা‌কের করোনাভাইরাস প্রকল্পের মাঠ সংগঠক মো. আবদুল্লাহ আল নোমান মজুমদার, চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সর্দার, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন ম‌হিলা লী‌গের সভাপ‌তি নাজমা খান, চনপাড়া শেখ রা‌সেলনগর ইউনিয়ন স্বেচ্ছা‌সেবক লী‌গের সাধারণ সম্পাদক আবু বকর সি‌দ্দিক, চনপাড়া শেখ রাসেলনগর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি নাজনীন সুলতানা।

সারাবাংলা/এসএসএ

বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ হ্যান্ড ওয়া‌শিং সরঞ্জাম