দিল্লির অর্ধেক অধিবাসী করোনা আক্রান্ত: গবেষণা
৩ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৪৮ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ১৬:০৯
ভারত সরকার পরিচালিত এক সেরেলজিকাল জরিপ থেকে দেখা গেছে, রাজধানী দিল্লির ২০ মিলিয়ন অধিবাসীর মধ্যে অর্ধেকই কখনও না কখনও নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এর আগে, কয়েকটি বেসরকারি সংস্থা পরিচালিত জরিপে একই রকম তথ্য উঠে এসেছিল। খবর আল-জাজিরা।
জানুয়ারির ১৫-২৩ তারিখের মধ্যে ২৮ হাজার মানুষের ওপর জরিপ চালায় ভারত সরকার। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ওই জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
সরকারি হিসাব অনুসারে দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছয় লাখ ৩৫ হাজার ২৫৭ জন। এ ব্যাপারে দিল্লি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অধিবাসীদের একটা বিরাট অংশ উপসর্গহীনভাবে আক্রান্ত হওয়ার কারণে প্রকৃত সংখ্যা উঠে আসেনি।
বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১০.৮ মিলিয়ন মানুষ। একক দেশ হিসেবে এর চেয়ে বেশি মানুষ কেবলমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এক টুইটার বার্তায় জানিয়েছেন, সেরোলজিকাল জরিপ থেকে দেখা গেছে দিল্লির ৫৬.৩ শতাংশ মানুষের মধ্যে করোনাভাইরাসের বিরুদ্ধে ক্রিয়াশীল অ্যান্টিবডি তৈরি হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দিল্লি ইতোমধ্যেই হার্ড ইমিউনিটি অর্জনের পথে রয়েছে।
সারাবাংলা/একেএম