Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে গাছের ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর সবুজবাগের কুসুমবাগ এলাকায় গাছের ডাল ভেঙে নজরুল মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত নজরুল বরগুনা জেলার আমতলি উপজেলার ডালাচাড়া গ্রামের সাহের মোল্লার ছেলে। বর্তমানে খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে একটি মেসে ভাড়া থাকতেন।

জানা যায়, কুসুমবাগে একটি নির্মাণাধীন ভবনে কাজ করতেন নজরুল। সকালে আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন তিনি। এসময় নিচ থেকে উপরে সিমেন্ট উঠানোর যন্ত্র ছিঁড়ে পাশের বটগাছের উপরে পড়ে ডাল ভেঙে নজরুলের মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় নজরুলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

সারাবাংলা /এসএসআর/এসএসএ

দুর্ঘটনা নিহত শ্রমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর