বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কারাগারে
৩ ফেব্রুয়ারি ২০২১ ১১:৪১ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২১ ১২:০৪
ঢাকা: নাশকতা ও গাড়ি ভাঙচুরের মামলায় বিএনপির সাবেক এমপি ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন এই বিএনপি নেতা। শুনানি শেষে তার জামিন না মঞ্জুর করেন আদালত।
আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, এদিন আসামি ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।
মামলার অভিযোগ থেকে জানা য়ায়, অভিযুক্তরা ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর দুইটায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ ১১-২২৪৯ নাম্বারের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করে।
২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলাম সালাউদ্দিন আহমেদসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সালাউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। চার্জশিটভক্ত ২৪ নং আসামি। মামলা নম্বর- ১৪-১-২০১৫।
সারাবাংলা/এআই/এএম
সারাবাংলা/এএম