Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনা ভ্যাকসিন: ১৫ বিলিয়ন আয় করতে চায় ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৬ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০৭

ফাইল ছবি

নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন বিক্রি থেকে ২০২১ সালে ১৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার ইনকরপোরেশন। প্রতিষ্ঠানটি ৪২ শতাংশ শেয়ারের মধ্যস্থতায় জার্মান সহযোগী বায়োএনটেকের সঙ্গে মিলে করোনা ভ্যাকসিন উদ্ভাবন করেছে, যা এখন বিশ্বের বিভিন্ন দেশে প্রয়োগ করা হচ্ছে। খবর রয়টার্স।

ফাইজার জানিয়েছে, ২০২১ সালের মধ্যেই তারা বিশ্বজুড়ে দুই বিলিয়ন ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, ফাইজার যুক্তরাষ্ট্রে ২৯ মিলিয়ন ডোজ এবং বিশ্বব্যাপী ৬৫ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করেছে। মে মাসের মধ্যে যুক্তরাষ্ট্রকে আরও ২০০ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ করবে ফাইজার।

এর আগে, বিশ্বে প্রথম জরুরিভিত্তিতে প্রয়োগের অনুমতি পায় ফাইজার-বায়োএনটেকের করোনা ভ্যাকসিন। চতুর্থ প্রান্তিকে ওই ভ্যাকসিনের বিক্রি হয়েছে প্রায় ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/একেএম

১৫ বিলিয়ন মার্কিন ডলার করোনা ভ্যাকসিন টপ নিউজ ফাইজার-বায়োএনটেক

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

আরো

সম্পর্কিত খবর