রোহিঙ্গা প্রত্যাবাসন বৈঠক: মিয়ানমারের বার্তার অপেক্ষায় বাংলাদেশ
২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:১১ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ২১:২৮
ঢাকা: স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশ-মিয়ানমার-চীনের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের ত্রিপক্ষীয় ভার্চুয়াল বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আসন্ন বৈঠক নিয়ে মিয়ানমারের কাছ থেকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত কোনো তথ্য পায়নি ঢাকা। তবে বৈঠক নিয়ে আশাবাদী ঢাকা মিয়ানমারের কাছ থেকে সাড়া পাওয়ার জন্য বুধবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত অপেক্ষা করতে চায়।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে (৪ তারিখে) ভার্চুয়াল পদ্ধতিতে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। চীন এবং মিয়ানমার এতে সম্মত ছিল। কিন্তু মিয়ানমারের পরিবর্তিত পরিস্থিতিতে ৪ ফেব্রুয়ারির বৈঠক হবে কিনা তা এখনও পরিষ্কার নয়। তবে বাংলাদেশ চায় বৈঠকটি হোক। এবং এই বৈঠকের মধ্য দিয়ে প্রত্যাবাসন নিশ্চিতের জন্য যে রোড ম্যাপ করা হয়েছে তারও বাস্তবায়ন চায় ঢাকা।’
পরিবর্তিত পরিস্থিতির কারণে আসন্ন বৈঠকটি স্থগিত হচ্ছে কিনা?- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই।’
নেপিডো বা বেইজিং কারও সাথে কী আলাপ হয়েছে?- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকায় চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এই বিষয়ে আলাপ হয়েছে। এছাড়া মিয়ানমারের বিভিন্ন স্তরের সঙ্গেই আমাদের কূটনৈতিক যোগাযোগ আছে। আমাদের সেনাপ্রধানও মিয়ানমার সফর করেছেন। মিয়ানমারের নতুন পরিস্থিতিতে এখন অনেক জায়গাতেই নতুন মুখ এসেছে। সেজন্য হয়তো কিছুটা সময় লাগবে। এর আগেও বহুবার মিয়ানমারে এমন ঘটনা ঘটেছে।’
মিয়ানমারের বর্তমান সরকারের সঙ্গে বাংলাদেশের আনুষ্ঠানিক কোনো যোগাযোগ হয়েছে কিনা?- এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, ‘না, এখনও হয়নি।’
উল্লেখ্য, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চীনের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি ভার্চুয়াল পদ্ধতিতে ত্রিপক্ষীয় সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। চীনের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই বৈঠকে চলতি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ত্রিপক্ষীয় ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠানের সিদ্ধান্ত ছিল।
সারাবাংলা/জেআইএল/পিটিএম