এমপি জিন্নাহর দেড় কোটি টাকার অবৈধ সম্পদ, মামলার অনুমোদন
২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:১৫ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৯
ঢাকা: দেড় কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বগুড়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম জিন্নাহর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে তার বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ।
এদিকে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করেছেন দুদক উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
দুদক সূত্রে জানা যায়, জিন্নাহর বিরুদ্ধে ৮৯ লাখ ২৭ হাজার ৫৫৮ টাকার সম্পদের তথ্য গোপন এবং ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার ৭৭০ টাকার জ্ঞাতআয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এমপি শরিফুল ইসলামের বিরুদ্ধ সম্পদ ভোগ দখলে রেখে মিথ্যা তথ্যে সম্পদ বিবরণী দাখিলেরও অভিযোগ আনা হয়েছে।
এর আগে ২০১৯ সালের ১৭ এপ্রিল দুপুরে দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম চিঠি পাঠান জিন্নাহকে। ওই চিঠিতে তাকে ওই বছরের ২৪ এপ্রিল দুদকে হাজির হতে বলা হয়। ক্ষমতার অপব্যবহার ও সরকারি বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে তাকে দুদকে তলব করা হয়।
সারাবাংলা/এসজে/এসএসএ