করপোরেট করের ব্যবধান বাড়ানোর প্রস্তাব দেবে বিএসইসি
২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৪ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০২১ ১৪:২৩
ঢাকা: আগামী বাজেটে পুঁজিবাজারে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির করপোরেট করের ব্যবধান ১৫ শতাংশ করার প্রস্তাব দেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ের মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম এ তথ্য জানান।
বিএসইসি চেয়ারম্যান বলেন, বহুজাতিক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে হলে করপোরেট করের ব্যবধান বাড়াতে হবে। তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত করের ব্যবধান ১০ শতাংশ থাকলেও চলতি বাজেটে কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হয়েছে। এতে বহুজাতিক কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে আগ্রহ হারাচ্ছে।
এসব বহুজাতিক কোম্পানি পুঁজিবাজারে আনতে এই দুই শ্রেণির করপোরেট করের ব্যবধান বাড়াতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সারাবাংলা/জিএস/এএম