Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমজ কনের যমজ বর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৮

বরিশাল: মাস কয়েক আগেই যমজ দুই বোন সোনা-রূপার সঙ্গে যমজ দুই ভাই সজল-কাজলের বিয়ের পাকাপাকি কথা হয়। সোমবার (১ ফেব্রুয়ারি) রাতে ১১টার দিকে বরিশাল নগরীর নাজির মহল্লা এলাকায় ছিল সেই বিয়ের আনুষ্ঠানিকতা। যা সুষ্ঠুভাবে শেষ হয়েছে। বিয়ে দেখতে কনেদের বাড়িতে ভিড় জমায় নগরীর বিভিন্ন এলাকার মানুষ।

এমন বিয়ে করতে পেরে খুশি পাত্র-পাত্রীরাও। সকলের কাছে দোয়া চেয়েছেন তারা।

জানা গেছে, যমজ কনে সোনালী কর্মকার সোনা ও রুপালী কর্মকার রুপা বরিশাল সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। তারা নগরীর নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের মেয়ে।

আর যমজ বর পিরোজপুরের স্বরুপকাঠি উপজেলার ইন্দেরহাটের সজল কর্মকার ও কাজল কর্মকার। স্থানীয় স্বর্ণের দোকানি মৃত নিখিল লাল কর্মকারের ছেলে তারা। পারিবারিকভাবেই তাদের বিয়ে হয়েছে।

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে এমন খবর শুনে নগরীর কাউনিয়া থেকে অনুষ্ঠান দেখতে যাওয়া তপন দাস বলেন, ‘দাওয়াত নেই, তবুও বর-কনেদের দেখতে এসেছি। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে।’

সঞ্জীব কর্মকার নামে মেয়ে পক্ষের এক স্বজন বলেন, ‘যমজের সঙ্গে যমজের বিয়ে, বিষয়টা খুবই আনকমন। তাই এই আনকমন বিয়েতে অংশগ্রহণ করতে আত্মীয় হিসেবে আমিও ছুটে এসেছি।’

অঞ্জনা দাস নামে নাজির মহল্লা এলাকার এক বাসিন্দা বলেন, ‘অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে, আবার কেউ দাওয়াত না পেয়ে। তবে খুব ভালো লাগছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না।’

ইতিমধ্যে যমজ বর-কনেদের বিয়ের ছবি ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। ছবি পোস্ট করে তাদের সুখী দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা জানিয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

টপ নিউজ যমজ যমজ বর-কনে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর