বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ ভাই নিহত
১ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫৯ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ২৩:১০
বগুড়া: বগুড়ায় বগুড়া-নওগাঁ সড়কে এক ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আলম (৩০) ও মাসুম (২১) দুই ভাই। তাদের বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মধুপুকুর গ্রামে।
সোমবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ সড়কের এরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই দুই ভাই মোটরসাইকেল নিয়ে নওগাঁ সড়ক দিয়ে শহর থেকে বাড়ির পথে যাচ্ছিল। পথে বগুড়া সদরের এরুলিয়া এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান।
ওসি বলেন, খবর পেয়ে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সারাবাংলা/টিআর
২ ভাই নিহত ট্রাকের ধাক্কা বগুড়া বগুড়া-নওগাঁ সড়ক মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা