ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীকে ধর্ষণ, সাবেক প্রেমিক আটক
১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৮
হিলি (দিনাজপুর): জেলার ঘোড়াঘাটে ক্ষুদ্র নৃগোষ্ঠীর দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় তিনজনকে আটকের পর এবার সাবেক প্রেমিক রাইহানকে (২৫) আটক করেছে পুলিশ।
সোমবার (১ ফেব্রয়ারি) বিকাল ৫টায় উপজেলার ওসমানপুর থেকে তাকে আটক করা হয়। আটককৃত রাইহান উপজেলার তেঁতুলতলা গ্রামের শেখের ছেলে।
এদিকে সোমবার সন্ধ্যায় ভুক্তভোগীর বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন, সহকারী পুলিশ সুপার মমিন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার।
এ সময় জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে তার সঙ্গে জড়িত চারজনকে আমরা আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। একইসঙ্গে ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনি সহযোগিতা দেওয়া হবে।
সারাবাংলা/এনএস