হারুনকে পয়েন্ট অব অর্ডার শিখতে বললেন রাঙ্গা
১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৫৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ২১:৪৭
ঢাকা: বিরোধীদলীয় চিফ হুইপ জাতীয় পার্টির সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বিএনপির হারুনুর রশিদ সাহেব পয়েন্ট অব অর্ডার শেখাচ্ছেন। পয়েন্ট অব অর্ডারের মানে কি তিনি বোঝেন? কত ধারায় পয়েন্ট অব অর্ডার দিতে হবে সেটা উনি জানেন কিনা আমি জানি না। পয়েন্ট অব অর্ডার কীভাবে করতে হয় শিখে নেবেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনিত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বিএনপির দলীয় সংসদ সদস্য হারুনুর রশিদের উদ্দেশে মশিউর রহমান রাঙ্গা বলেন, ‘পয়েন্ট অব অর্ডার মানে বোঝেন? পয়েন্ট অব অর্ডার মানে অ্যানি কাইন্ড অব ডিজ-অর্ডার অব দ্য হাউজ। হাউজে তো কোনো ডিজ-অর্ডার হয়নি। তাহলে পয়েন্ট অব অর্ডারের কথা আসে কেন? কত ধারায় পয়েন্ট অব অর্ডার দিতে হবে তা শিখে নেবেন।’
বিরোধীদলের চিফ হুইপ বলেন, ‘সংসদে আমাদের নিয়ে বকাবকি করা হয়েছে। কার্যপ্রণালী বিধির যে কমিটি রয়েছে সেই কমিটির আমি একজন সদস্য। আমি উনাকে সময় দিয়েছিলাম। যখন সময় লাগে বিরোধীদলের সদস্যরা তখন আমার কাছ থেকে নিয়ে যায়।’
জাপার এই সংসদ সদস্য বলেন, ‘ফুল ফুটুক আর না ফুটুক বসন্তাল কিন্তু বসন্তকালই। উনারা নির্বাচনে আসুক না আসুক আমরা কিন্তু সংসদেই। একবার নয় তিনবার। উনারা যতই বলুক আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঐক্য। আমরা ঐক্যের মাধ্যমে নির্বাচন করেছি। বিরোধী দলে বসেছি। উনারা (আওয়ামী লীগ) সরকারি দলে বসেছেন। বিএনপির বিষোদাগারের অভ্যাস হয়ে গেছে। আজকে উনারা এরশাদ সাহেবকে গালাগাল করেন। এরশাদ সাহেব যখন দুটি বাড়ি দিয়েছিল; গুলশানে একটি, আরেকটি ক্যান্টনমেন্টে তখন খুব আনন্দ হয়েছিল? তখন মনের আনন্দে ধেই ধেই করে নেচেছিলেন না?’
বঙ্গবন্ধুর হত্যাকারীদের ধিক্কার জানিয়ে তিনি আরও বলেন, ‘দেশে কতিপয় রাজনৈতিক দল আছে। তারা স্বাধীনতা যুদ্ধের শুরু থেকে শুধু পাকিস্তান জিন্দাবাদ নাম জপেছে। তাদের উদ্দেশে বলি, বর্তমান মুদ্রা বাজারে বাংলাদেশের এক টাকার সমপরিমাণ পাকিস্তানের ১ টাকা ৮৮ পয়সা। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, যদি উন্নয়ন শিখতে হয় বাংলাদেশের কাছে যেতে হবে। তাই বলছি, হারুন সাহেব ইমরান খানের সঙ্গে কথা বলেন।’
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম