রাষ্ট্রায়ত্ত শিল্প-কারখানার আধুনিকায়নে কাজ করছে সরকার
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৮ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৮:০৬
ঢাকা: রাষ্ট্রায়ত্ত শিল্প কারখানার আধুনিকায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সোমবার (১ ফেব্রুয়ারি) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) প্রতিনিধিরা শিল্প মন্ত্রণালয়ে দেখা করতে গেলে মন্ত্রী এই মন্তব্য করেন।
শিল্পমন্ত্রী বলেন, সরকারি এসব প্রতিষ্ঠানে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকল্পে শিল্প মন্ত্রণালয়ের কাজ এগিয়ে চলছে। সরকারি শিল্প-কারখানার আধুনিকায়নে প্রযুক্তি ব্যবহার, উৎপাদিত পণ্যের বহুমুখীকরণ এবং সর্বোপরি নতুন বিনিয়োগে এগিয়ে আসার জন্য বেসরকারি খাতের উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যার মাধ্যমে দেশে আরও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে ও অর্থনৈতিক উন্নয়ন আরও গতিশীল হবে।
মন্ত্রী বলেন, সারাদেশে শিল্পায়নকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা ছোট ছোট ক্লাস্টারসমূহে সার্বিক সহায়তা দেওয়া হবে।
ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রহমান বলেন, বর্তমানে বাংলাদেশের ৭৫ শতাংশ ব্যবসায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা। তবে কটেজ, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের তুলনায় মাঝারি উদ্যোক্তাদের আর্থিক ও কর্মক্ষম জনশক্তির সীমা অনেক বেশি থাকায় প্রণোদনা প্যাকেজ ও নীতিগত সহায়তা পাওয়ার ক্ষেত্রে কটেজ, অতিক্ষুদ্র এবং ক্ষুদ্র উদ্যোক্তাগণ মাঝারি উদ্যোক্তাদের তুলনায় পিছিয়ে রয়েছে। এ অবস্থা উত্তরণে আসন্ন শিল্পনীতিতে সিএমএসএমইদের সংজ্ঞা পুনঃনির্ধারণ এবং একটি ‘এসএমই আইন’ প্রণয়ন করতে হবে।
ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমানসহ ঊর্ধ্বতন সহ-সভাপতি এন কে এ মবিন, সহ-সভাপতি মনোয়ার হোসেন, পরিচালক আরমান হক, আশরাফ আহমেদ, আলহাজ্ব দ্বীন মোহাম্মদ, এনামুল হক পাটোয়ারী, গোলাম জিলানী, হোসেন এ সিকদার, খাইরুল মজিদ মাহমুদ, এম এ রশিদ শাহ সম্রাটসহ সংগঠনের আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইএইচটি/এসএসএ