Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রতারণার অভিযোগ তেঘরিয়া যুব সংঘের

লোকাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৪

সিরাজদিখান (মুন্সীগঞ্জ): ঢাকা জেলার নবাবগঞ্জ আগলা প্রগতি সংঘের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখানের তেঘরিয়া যুব সংঘের সভাপতি সংবাদ সম্মেলন করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিরাজদিখান প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে তেঘরিয়া যুব সংঘের সভাপতি শেখ শহিদুল্লাহ সোহেল বলেন, ‘আগলা প্রগতি সংঘের আয়োজনে কবি কায়কোবাদ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ২৭ জানুয়ারি নক আউট পদ্ধতির প্রথম রাউন্ডের খেলায় আগলা কায়কোবাদ মাঠে তেঘরিয়া যুব সংঘ, মিরপুর পল্লবীকে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। ২৮ জানুয়ারি আমাদের জানানো হয়, ৩০ জানুয়ারি সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। তখন তেঘরিয়া যুব সংঘের সভাপতি খেলাটি পিছিয়ে দেওয়ার দাবি জানান। ৫ দিন আগে জানানোর কথা থাকলেও মাত্র ২ দিন আগে আয়োজকরা বিষয়টি জানান। তাতে করে তেঘরিয়ার খেলোয়ার আসতে পারেনি। আগলা প্রগতি সংঘ এ প্রতারণার কাজটি করেছে। শুধু তাই নয় সেমি ফাইনাল খেলায় আমাদের ক্লাবের নাম ব্যবহার করে অন্য ২ জন খেলোয়ারদের দিয়ে খেলা পরিচালনা করে। এতে আমাদের সম্মানহানি ঘটে।’

বিজ্ঞাপন

‘আমরা বিষয়টি নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার্কে অবহিত করেছি। প্রয়োজনে আমরা আইনের মাধ্যমে দেখবো। তবে তাদের এই প্রতারণার প্রতিবাদের জন্য আজকের এই সংবাদ সম্মেলন’, বলেন তেঘরিয়া যুব সংঘের সভাপতি।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মঞ্জু বলেন, ‘তেঘরিয়া সংঘের লোকজন এসেছিলো। আমি তাদের লিখিতভাবে বিষয়টি জানাতে বলেছি। তারা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- তেঘরিয়া যুব সংঘের সাধারণ সম্পাদক শাহালম আসাদ, ক্রীড়া সম্পাদক নবী হোসেন নিরব, প্রচার সম্পাদক সবুজ কাজী, সহ-ক্রীড়া সম্পাদক শেখ ইউনুছসহ অন্যরা।

সারাবাংলা/এমও

তেঘরিয়া যুব সংঘ ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর