ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক আহত
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:০৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:২১
ঠাকুরগাঁও: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গুলিবিদ্ধ তরিকুল ইসলাম (৪৫) উপজেলার পাড়িয়া ইউনিয়নের দোগাছি মধুপুর গ্রামের মৃত জবেদ আলীর পুত্র।
সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে পাড়িয়া সীমান্তে ওই কৃষক তরমুজ ক্ষেত দেখতে গেলে এই ঘটনা ঘটে। বালিয়াডাঙ্গী থানার ওসি মো. হাবিবুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি হাবিবুল হক জানান, পাড়িয়া ইউনিয়নের সীমান্ত এলাকায় নিজের তরমুজ ক্ষেত দেখতে গেলে বিএসএফের সদস্যরা তরিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
ঠাকুরগাঁও হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম বলেন, মাথায় গুলিবিদ্ধ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলার তরিকুল নামের এক ব্যক্তিকে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় এক্স-রে করতে গিয়ে ফাইলসহ পালিয়ে যান। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে।
তবে এ ব্যাপারে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সঙ্গে একাধিকার বার চেষ্টা করেও কথা বলা যায়নি।
সারাবাংলা/এনএস