কোভিড-১৯: শতবর্ষী টম মুর হাসপাতালে
১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩১
যুক্তরাজ্যের সাবেক সেনা কর্মকর্তা স্যার টম মুর নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এক টুইটার বার্তায় তার মেয়ে হান্নাহ ইনগ্রাম মুর জানিয়েছেন, শারীরিক অবস্থা খারাপ হওয়ার কারণে ক্যাপ্টেন মুরকে বেডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিবিসি।
তার মেয়ে আরও জানান, কয়েক সপ্তাহ ধরে টম মুর নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। সর্বশেষ সপ্তাহে তিনি করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
এ ব্যাপারে টম মুরের একজন পারিবারিক মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, নিউমনিয়া নিয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায় তাকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছিল।
— Captain Sir Tom Moore (@captaintommoore) January 31, 2021
এদিকে, ক্যাপ্টেন টম মুরের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
My thoughts are very much with @CaptainTomMoore and his family. You’ve inspired the whole nation, and I know we are all wishing you a full recovery. https://t.co/Gm0S07umgd
— Boris Johnson (@BorisJohnson) January 31, 2021
এর আগে, ওই শতবর্ষী সেনা কর্মকর্তা ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) জন্য প্রায় ৩৩ মিলিয়ন ইউরো তহবিল সংগ্রহ করে দিয়েছিলেন। তার অংশ হিসেব নিজের ১০০তম জন্মদিনের প্রাক্কালে নিজের বাগানে ১০০ পাক হেঁটেছিলেন টম মুর।
পরে, ২০২০ সালের জুলাইয়ে রানি এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি গ্রহণ করেন ক্যাপ্টেন টম মুর।
সারাবাংলা/একেএম
কোভিড-১৯ ক্যাপ্টেন টম মুর নভেল করোনাভাইরাস বেডফোর্ড হাসপাতাল