এ কোন ফেব্রুয়ারি…
১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৫৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ২০:২২
অনেক বছর পর কোনো ফেব্রুয়ারিতে বাংলা একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে না অমর একুশে গ্রন্থমেলা। করোনাভাইরাসের কারণে এ বছর ফেব্রুয়ারির পরিবর্তে অমর একুশে গ্রন্থমেলা-২০২১ অনুষ্ঠিত হবে মার্চে। ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই যেখানে লোকে লোকারণ্য থাকার কথা সেই বর্ধমান হাউস ও সোহরাওয়ার্দী প্রাঙ্গন একেবারেই জনশূন্য। চিত্তরঞ্জন সাহা ১৯৭২ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গণের বটতলায় এক টুকরো চটের ওপর ৩২টি বই সাজিয়ে গোড়াপত্তন করেন এই বইমেলার। তবে ১৯৮৩ সালে মেলার সব আয়োজন সম্পন্ন হলেও স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে দুজন ছাত্র নিহত হয়। ওই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। এরপর ১৯৮৪ সাল থেকে সাড়ম্বরে বর্তমানের ‘অমর একুশে গ্রন্থমেলার’ সূচনা হয়।
ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান