Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মেলেনি: ফরেনসিক চিকিৎসক

সিনিয়র করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:৫৬ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩৭

ঢাকা: রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছিল তারই তিন বন্ধুর বিরুদ্ধে। তবে ওই শিক্ষার্থীকে ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক চিকিৎসক ডা. সেলিম রেজা। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ফরেনসিক চিকিৎসক ডা. সেলিম রেজা সারাবাংলাকে বলেন, ‘জোরপূর্বক ধর্ষণের যে অভিযোগ উঠেছে তার কোনো আলামত পাওয়া যায়নি। এমনকি তাকে ধর্ষণেরই কোনো আলামত মেলেনি। এরপরেও যেহেতু অভিযোগ উঠেছে সেহেতু তার ভ্যাজাইনাল সোয়াব সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। সেই সাথে ডিএনএ এবং অন্যান্য নমুনা নিয়ে ভিসেরা টেস্টের জন্য সংগ্রহ করা হয়েছে। ওগুলো ল্যাবে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘ওই শিক্ষার্থীর মদ্যপানে মৃত্যু হয়েছে কি না সেটা জানতে ক্যামিক্যাল টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এর বাইরে কিডনির নমুনাও সংগ্রহ করা হয়েছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: দুই বন্ধু ৫ দিনের রিমান্ডে

মামলার এজাহার থেকে জানা যায়, গত ২৮ জানুয়ারি বিকেল ৪টায় মর্তুজা রায়হান ওই তরুণীকে নিয়ে মিরপুর থেকে আসামি আরাফাতের বাসায় যান। আরাফাতের বাসায় স্কুটার রেখে আরাফাত, ওই তরুণী ও রায়হান একসঙ্গে উবারে করে উত্তরা ৩ নম্বর সেক্টরের ব্যাম্বুসুট রেস্টুরেন্টে যান। সেখানে আগে থেকেই আরেক আসামি নেহা এবং একজন সহপাঠী উপস্থিত ছিলেন। সেখানে আসামিরা ওই তরুণীকে জোর করে ‘অধিক মাত্রায়’ মদপান করান।

বিজ্ঞাপন

মদপানের একপর্যায়ে ভুক্তভোগী তরুণী অসুস্থ বোধ করলে রায়হান তাকে মোহাম্মদপুরে তার এক বান্ধবীর বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে নুহাতের বাসায় নিয়ে যান। রাতে ওই তরুণী অসুস্থ হয়ে বমি করলে রায়হান তার আরেক বন্ধু অসিম খানকে ফোন দেন। সেই বন্ধু পরদিন এসে তরুণীকে প্রথমে ইবনে সিনা ও পরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করেন। দু’দিন লাইফ সাপোর্টে থাকার পর রোববার তরুণী মারা যায়।

এ ঘটনায় গত ৩১ জানুয়ারি চারজনকে আসামি করে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলা করেন ওই তরুণীর বাবা। এ ঘটনায় আদালত দুই আসামীকে রিমান্ডে দিয়েছে।

সারাবাংলা/ইউজে/এসএসএ

আলামত মেলেনি টপ নিউজ ধর্ষণ ফরেনসিক চিকিৎসক বেসরকারি বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর