Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুগন্ধা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১২ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৩৪

ঝালকাঠি: নলছিটি উপজেলার সুগন্ধা নদীর চর থেকে রাশেদুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নলছিটির বারইকরণ এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। পরে মৃত রাশেদুলের পকেটে থাকা মুঠোফোনের সিম চালু করে তার পরিচয় নিশ্চিত হয় পুলিশ।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রাশেদুল নরসিংদীর রায়পুরা উপজেলার সায়দাবাদ গ্রামের মৃত শাজাহান মিয়ার ছেলে।

পুলিশ জানায়, বরিশালের কালিজিরা এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল কোম্পানির ডিপোতে স্টোরকিপার পদে চাকরি করতেন রাশেদুল। গত ২৪ জানুয়ারি থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের সাত দিন পর পার্শ্ববর্তী নলছিটি উপজেলার সুগন্ধা নদীর চরে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আলী আহম্মেদ জানান, যুবকের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

সারাবাংলা/এসএসএ

যুবক লাশ উদ্ধার সুগন্ধা নদী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর