Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকলনবিশদের চাকরি সরকারি করার বিষয়টি প্রক্রিয়াধীন: আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৫ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৬:১৮

ঢাকা: নকলনবিশদের চাকরি সরকারি করার বিষয়টি প্রক্রিয়াধীন। অচিরেই তাদের চাকরি স্থায়ী করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সোমবার (১ ফেব্রুয়ারি) সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গার এ সংক্রান্ত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

তিনি আরও বলেন, ‘দেশের জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশের সংখ্যা ১৬ হাজার ২৪৫ জন। সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি রাজস্ব খাতে ন্যস্ত করার পরিকল্পনা রয়েছে। তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে আইন ও বিচার বিভাগ ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছে। বিষয়টি প্রক্রিয়াধীন, অচিরেই বাস্তবায়িত হবে।’

ভোলা-২ আসনের এমপি আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, ৫৮ কার্যদিবসে সারাদেশে ভার্চুয়াল আদালতের মাধ্যমে এক লাখ ৪৭ হাজার ৩৩৯টি জামিনের আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এর মাধ্যমে ৭২ হাজার ২২৯ জনকে জামিন দেওয়া হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/এমও

আইনমন্ত্রী চাকরি সরকারি নকলনবিশ

বিজ্ঞাপন

রিয়েলি এবার রিয়েলিই খুশি
১০ জানুয়ারি ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর