Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার নেতাদের আটকের তীব্র নিন্দা জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক
১ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৩ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২১ ১৪:১৪

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস সেনাবাহিনীর এক অভ্যুত্থানে মিয়ানমারের নেতৃবৃন্দকে আটকের তীব্র নিন্দা জানিয়েছেন। আটককৃতদের মধ্যে দেশটির স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট ও সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন।

মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেছেন, মহাসচিব মিয়ানমারের নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের প্রাক্কালে স্টেট কাউন্সিলর অং সান সুচি, প্রেসিডেন্ট ইউ উইন মিউন্ট ও অন্যান্য রাজনৈতিক নেতার আটকের তীব্র নিন্দা জানিয়েছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মিয়ানমারের গণতান্ত্রিক সংস্কারের পথে এসব পদক্ষেপ বড় ধরনের আঘাত।

সারাবাংলা/এএম

মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর