Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৫

বরিশাল: বরিশাল-লাকুটিয়া সড়কের নগরীর বাঘিয়া এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত এবং মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। রোববার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়া পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম শরীফ (৫৫) নগরীর মতাসার এলাকার আলী আকবর শরীফের ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় মুদি ব্যবসায়ী মো. সিরাজ জানান, সেলিম শরীফ সড়কের একপাশে প্রসাব করে রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী সেলিমকে ধাক্কা দেয়। এতে পথচারী সিটকে পড়ে আহত হন এবং মোটরসাইকেলটিও পড়ে যায়। এ সময় মোটরসাইকেলের দুই আরোহীও আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আহত সেলিমকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নগরীর বিমান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ-বিন আলম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এএম

বরিশাল সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর