Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জীবন বৃহৎ এক মহাকাব্য: কৃষিমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২৩:৪৮

ঢাকা: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধুর জীবন বৃহৎ এক মহাকাব্য। এই বাংলাদেশের সবটা জুড়ে তার জীবন জড়িয়ে আছে। দুঃখজনকভাবে তার জীবন ছিল সংক্ষিপ্ত। কিন্তু তিনি তার স্বল্পায়ু জীবনের শৈশব-কৈশোর থেকে মানুষের কল্যাণে-মঙ্গলে নিজেকে যেভাবে নিয়োজিত রেখেছিলেন সেটি ছিল অনেক বিশাল ও সুবিস্তৃত।

রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর জাতীয় জাদুঘরে ‘প্রতিদিন মুজিবপাঠ’র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বেসরকারি সংস্থা ‘পদক্ষেপ বাংলাদেশ’ মুজিব শতবর্ষ উপলক্ষে বৈচিত্র্যময় এই অনুষ্ঠানের আয়োজন করে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, “বঙ্গবন্ধুর জীবনী পাঠ খুব সহজ নয়। তবে তার ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়াচীন’ বইগুলো পড়লে, তার জীবনের দর্শন, চেতনা ও নিরন্তর সংগ্রাম এবং মানুষের কল্যাণ ভাবনা সম্পর্কে গভীরভাবে জানতে পারা যায়।”

তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনীপাঠ থেকে তরুণ প্রজন্মের অনেক কিছু জানার আছে, শেখার আছে। বঙ্গবন্ধু তার আদর্শ ও চেতনাকে দীর্ঘ সংগ্রাম, আন্দোলন ও ত্যাগের মাধ্যমে বাস্তবে রূপ দিয়েছিলেন। দেশের ও দেশের মানুষের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। সেজন্য মুজিবপাঠ তরুণ প্রজন্মের জন্য আলোর পথরেখা। এর মাধ্যমে তরুণরা মানবপ্রেম, দেশপ্রেম ও পরার্থপরতায় উজ্জীবিত হয়ে অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সক্ষম হবে।’

অনুষ্ঠানে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাসসের চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ‘পদক্ষেপ বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা সভাপতি বাদল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, বাসসের সাবেক সিটি এডিটর অজিত কুমার সরকার ও পদক্ষেপ বাংলাদেশের সাধারণ সম্পাদক জান্নাতুন নিসা।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, প্রতিদিন রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত ভার্চুয়ালি ‘প্রতিদিন মুজিবপাঠ’ কার্যক্রম চলবে। জুম লিংকের মাধ্যমে আগ্রহীরা এ পাঠে অংশ নিতে পারবেন।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

কৃষিমন্ত্রী জীবনী পাঠ ড. মো. আব্দুর রাজ্জাক পদক্ষেপ বাংলাদেশ বঙ্গবন্ধু

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর