Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আত্মত্যাগী ও আত্মশুদ্ধ প্রজন্ম দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু’

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২৩:৩৫

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, আত্মত্যাগী ও আত্মশুদ্ধ তরুণ প্রজন্ম দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দেবে।

রোববার (৩১ জানুয়ারি) সকালে মিরপুর মুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মিরপুর-১০-এ একাত্তরের গণহত্যার জল্লাদখানা ও বধ্যভূমি স্মৃতিপিঠে পুষ্পার্ঘ অর্পণ এবং আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘আত্মত্যাগী ও আত্মশুদ্ধ তরুণ প্রজন্ম দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দেবে। বঙ্গবন্ধুকে মনে-প্রাণে উপলব্ধি করতে হবে তাহলে দেশে কোনো মানুষ বঞ্চিত থাকবে না।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রাধনমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। আমার মনে হয়, এটাই মুজিব জন্মশতবার্ষিকীর সবচেয়ে বড় উপহার।’

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাংলাদেশের প্রতিটি মানুষ ভালো থাকবে, তারা ন্যায্য অধিকার পাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের মানুষ এখন সেগুলোর সুবিধা পাচ্ছে।’

ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াছ উদ্দিন মোল্লাহ্ বলেন, ‘গণহত্যার কারণে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে। এ দাবি আজ গোটা বাংলাদেশের।’

বিজ্ঞাপন

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে দলের প্রেসিডিয়াম সদস্য ও এফবিসিসিআই’র সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

ফাহিম বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে বাংলার মুক্তিপাগল মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় এই বাংলাদেশের জন্য কত মানুষের কত ত্যাগ তা এই বধ্যভূমিই উজ্জ্বল দৃষ্টান্ত। সেই রক্ত, সেই ত্যাগ বৃথা যায়নি। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল থেকে মধ্যম আয়ের পথে হাঁটছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময়!’

প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক বিপ্লব মোস্তাফিজ, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবীর, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের সহ-সভাপতি কাজী জহিরুল মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল আলম সৈকত জোয়ার্দার, দফতর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. সামছুল আলম অনিক, মহিলা সম্পাদক অ্যাডভোকেট মুক্তা আক্তার প্রমুখ।

সারাবাংলা/এনআর/পিটিএম

আ আ ম স আরোফিন সিদ্দিক বঙ্গবন্ধু মিরপুর মুক্ত দিবস শেখ মুজিবুর রহমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর