Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুশাসন জাদুঘরে আর গণতন্ত্র কফিনে: জিয়াউদ্দিন বাবলু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২২:৫০

ঢাকা: জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, দেশের সুশাসন এখন যাদুঘরে আর গণতন্ত্র কফিনে বন্দি। নির্বাচন কমিশনের ব্যার্থতায় দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। পঙ্গু ও বিকালঙ্গ নির্বাচন কমিশন পদে পদে ব্যর্থতার স্বাক্ষর রাখছে।

রোববার (৩১ জানুয়ারি) জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নেতৃত্বে জাতীয় যুব সংহতির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা রংপুরের পল্লী নিবাসে হুসেইন মুহম্মদ এরশাদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে পল্লী নিবাস চত্বরে এক বিশাল সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘প্রতিটি নির্বাচনে কুরুক্ষেত্র তৈরি হচ্ছে। নির্বাচন কমিশন ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। সরকারের সন্ত্রাসী বাহিনী নির্বাচনের পরিবেশ ভুলণ্ঠিত করেছে, যেমনটা করেছিলো বিএনপির সন্ত্রাসীরা। দেশের মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারছে না।’

বাজার নিয়ন্ত্রণে বর্তমান সরকার সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দ্রব্যমূল্য লাগামহীন ভাবে বেড়েই চলেছে। দেশের ৪২ শতাংশ মানুষ দারিদ্র তার ওপর করোনাকালে আরো দেড় কোটি মানুষ কাজ হারিয়েছে। তাই দেশের মানুষের জীবন যাপন দুর্বিষহ হয়ে পড়েছে। এখন দেশের মানুষ হুসেইন মুহম্মদ এরশাতের স্বর্ণযুগ ফিরে পেতে চায়। তারা একবুক আশা নিয়ে জাতীয় পার্টির দিকে তাকিয়ে আছে। কারণ হুসেইন মুহম্মদ এরশাদ দেশে উন্নয়ন ও সুশাসন একসঙ্গে নিশ্চিত করতে সমর্থ হয়েছিলেন।’

বিরোধী দলের এ নেতা আরও বলেন, ‘জাতীয় পার্টিতে এখন কোনো বিভেদ নেই, সারাদেশে জাতীয় পার্টি দারুণভাবে সংগঠিত। গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে এরশাদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে জাতীয় পার্টি দুর্বার বেগে এগিয়ে যাচ্ছে।’

বিজ্ঞাপন

জাতীয় যুবসংহতির আহ্বায়ক হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের সভাপতিত্বে এবং সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তফিজার রহমান মোস্তফা, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমানসহ অন্যরা।

দলটির চেয়ারম্যানের বনানী দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

এরশাদ গণতন্ত্র জাতীয় পার্টি জাতীয় যুব সংহতি জিয়াউদ্দিন বাবলু নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর