Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টঙ্গীতে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

লোকাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ২১:৪১

টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া চানকীর টেক এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নিহতের লাশ উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পরিদর্শক নাদেরুজ্জামান লাশ উদ্ধারের পর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পঠান। নিহতের নাম কাকলী বেগম (২৫)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার তিনমারীরচর গ্রামের মতিউর রহমানের মেয়ে।

বিজ্ঞাপন

পুলিশ জানান, রোববার বিকেল গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘর থেকে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করে। কোনো স্বজন কাছাকাছি না থাকায় কাকলীর মৃত্যুর কারণ জানতে পারেনি পুলিশ।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এমও

টঙ্গী লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর