তৃতীয় ধাপের পৌর নির্বাচনে আ.লীগ ৪৬, বিএনপি ৩, স্বতন্ত্র ১৪
৩১ জানুয়ারি ২০২১ ২১:২০
ঢাকা: তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনেও আওয়ামী লীগের জয়ের ধারা অব্যাহত রয়েছে। গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত ৬৩টি পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ৪৬টি পৌরসভায় জয়লাভ করেছে। এর মধ্যে দু’টি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৭টি পৌরসভার মধ্যে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন ১৪টিতে, বিএনপি ৩টি জয়লাভ করেছে।
রোববার (৩১ জানুয়ারি) নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) আসাদুজ্জামান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই ধাপের পৌরসভা নির্বাচনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির প্রার্থীরা কোনো পৌরসভায় জয়লাভ করতে পারেনি।
ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপে ৬৩টি পৌরসভা নির্বাচনে গড়ে ৭০.৪২ শতাংশ ভোট পড়েছে। এসব পৌরসভায় মোট ভোটার ছিল ১৯ লাখ ৮ হাজার ৬১৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১৩ লাখ ৪৪ হাজার ১৬ জন।
তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে নওগাঁ জেলার ধামইরহাট পৌরসভায়। এইখানে ভোট পড়েছে ৯২.১৪ শতাংশ। অন্যদিকে সবচেয়ে কম ভোট পড়েছে মৌলভীবাজার জেলা সদর পৌরসভায়। এখানে ভোটের হার ৪১.৮৭ শতাংশ।
ইসি সূত্র জানায়, গত গত ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ২৩ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথম ধাপের পৌরসভায় নির্বাচনে ৬৫.৬ শতাংশ ভোট পড়েছে। প্রথম ধাপের ২৩ পৌরসভার মধ্যে আওয়ামীলীগ ১৮টিতে, বিএনপি ২টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ৩টিতে জয়লাভ করে।
এরপর গত ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ধাপের পৌরসভায় নির্বাচনে গড়ে ৬১.৯২ শতাংশ ভোট পড়েছে। এই ধাপের নির্বাচনে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ ৪৬টি পৌরসভায় জয়লাভ করে।
উল্লেখ্য, বর্তমানে দেশে ৩২৯টি পৌরসভা রয়েছে। প্রথম ধাপে গত ২৮ ডিসেম্বর ২৩টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৬ জানুয়ারি দ্বিতীয় ধাপের ৬০টি পৌরসভা এবং ৩০ জানুয়ারি তৃতীয় ধাপের ৬৩টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন ধাপের ১৪৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এছাড়াও গত ৩ জানুয়ারি ঘোষিত চতুর্থ ধাপের তফসিল অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ৫৬টি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। সর্বশেষ গত ১৯ জানুয়ারি পঞ্চম ধাপে ৩১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।
সারাবাংলা/জিএস/এমও