‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে দেওয়া হবে ৪ ফেব্রুয়ারির মধ্যে
৩১ জানুয়ারি ২০২১ ১৯:৫১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:৫২
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে ভ্যাকসিন গ্রহণের জন্য সবাইকে নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে ‘সুরক্ষা’ অ্যাপ গুগল প্লে স্টোরে দেওয়া হবে।
রোববার (৩১ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম একথা জানান।
অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘বেক্সিমকো ফার্মা আমাদের বলেছে দুই-একদিনের মধ্যে তারা জেলায় জেলায় ভ্যাকসিন পৌঁছে দেবে। ইতোমধ্যেই দেশের ৬১ জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে। ১ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব জায়গায় ভ্যাকসিন পৌঁছে যাবে। ইতোমধ্যেই ভ্যাকসিন প্রয়োগের জন্য বিভিন্ন কেন্দ্রে বুথ তৈরি হয়েছে। ভ্যাকসিন প্রয়োগের জন্য ভ্যাকসিনেটর ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণও শেষ পর্যায়ে।’
যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, স্বাস্থ্য অধিদফতর এবং আইসিটি মন্ত্রণালয় যৌথভাবে তাদের সহায়তা করবে উল্লেখ করে অধ্যাপক ডা. খুরশীদ আলম বলেন, ‘দেশের প্রত্যেকটা উপজেলায় ইন্টারনেট কানেকশনসহ ল্যাপটপ দেওয়া আছে। যারা অনলাইনে আবেদন করতে পারবে না, স্থানীয় আইসিটির লোক আছে, তাদের সহায়তায় নিবন্ধন করে দেওয়া হবে।’
তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার আগে এলাকায় ঘোষণা দিয়ে দেওয়া হবে। যদি ১০০ জনের রেজিস্ট্রেশন হয়ে যায় তাহলে পরপরই আমরা একটা ডেট দিয়ে দিব। ওই ১০০ জন ওইদিন এসে ভ্যাকসিন নেবেন। রেজিস্ট্রেশন হবে অনলাইনেই, আমাদের লোকজন হেল্প করবে। দেশের সকল জেলা-উপজেলার ফোকাল পার্সনদের সঙ্গে ১ ফেব্রুয়ারি আমাদের একটা ভারচুয়াল মিটিং আছে। তাদের কাছ থেকে আমরা একটা ফিডব্যাক নেব যে তারা কী কী সমস্যা ফিল করছেন। তাদের থেকে যা পরামর্শ আসবে আগামী পাঁচ-ছয় দিনের মধ্যে সেগুলো নিয়ে কাজ করা হবে।’
৯০ কোটি নয়, ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ তৈরি হচ্ছে বিনামূল্যে
ভ্যাকসিন নিয়ে প্রচারণা বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘কিছুদিন তো আমরা বিজ্ঞাপন প্রচার করলাম এরপর আমরা বন্ধ রেখেছি। বিজ্ঞাপনে কিছু সংশোধনী আসছে। কিছু তথ্যের ঘাটতি রয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেগুলো ঠিক করে আবার প্রচার করা হবে।’
এখন পর্যন্ত আমি যতটুকু জানি ১৫ হাজার মানুষ নিবন্ধন করেছেন। তবে এর থেকে বেশি কম হতে পারে– ভ্যাকসিন নিবন্ধনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক।
উল্লেখ্য, ২৭ জানুয়ারি দেশে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হয়ে এদিন ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম উদ্বোধন করেন। এ দিন ভ্যাকসিনের নিবন্ধনের জন্য সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশন (www.surokkha.gov.bd) সীমিত আকারে উন্মুক্ত করা হয়।
আরও পড়ুন:
ভ্যাকসিন পেতে নিবন্ধন করতে হবে ‘সুরক্ষায়’
‘সুরক্ষা’য় নিবন্ধন করা যাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকেও
সারাবাংলা/এসবি/এমও