Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোবেল শান্তি পুরস্কার ২০২১: মনোনীত গ্রেটা, নাভালনি, ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২১ ১৯:১৯ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৯:২২

২০২১ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় স্থান পেয়েছেন জলবায়ু আন্দোলনের সুইডিশকর্মী গ্রেটা থুনবারি, রাশিয়ার পুতিনবিরোধী নেতা অ্যালেক্সি নাভালনি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর রয়টার্স।

বার্তাসংস্থা রয়টার্স জানাচ্ছে, নরওয়ের আইনপ্রণেতাদের মনোনীতদের মধ্য থেকে সম্প্রতি নোবেল পুরস্কার পাওয়ার ইতিহাস রয়েছে তারা এ তিন জনের মনোনয়নে সমর্থন দিয়েছেন।

বিজ্ঞাপন

বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্ট সদস্য, আগেকার নোবেল পুরস্কার জয়ীসহ কয়েক হাজার মানুষ প্রতি বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য তাদের পছন্দের প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন।

২০১৪ সাল থেকে প্রতি বছরই (২০১৯ বাদে) নোবেল শান্তি পুরস্কার পেয়েছে বলে জানিয়েছেন অসলোর পিস রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হেনরিক উরডাল।

তবে, নোবেল পুরস্কার বিজয়ী যারা নির্ধারণ করে – সেই নরওয়ের নোবেল কমিটি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তারা অবশ্য, ৫০ বছর ধরে কখনোই যারা পুরস্কার জিততে পারেননি, তাদের নাম জানায়নি। কিন্তু, নাম প্রস্তাবকারীরা চাইলে তাদের বেছে নেওয়া নাম প্রকাশ করতে পারেন।

নরওয়ের আইনপ্রণেতাদের মধ্যে রয়টার্সের চালানো এক জরিপে গ্রেটা থুনবার্গ, অ্যালেক্সি নাভালনি, ডব্লিউএইচও এবং দরিদ্র দেশগুলোর কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতকরণের জোট কোভ্যাক্স কর্মসূচির নাম জানা গেছে।

অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন – বেলারুশের রাজনৈতিক কর্মী সভেতলেনা তিখানোভস্কিয়া, মারিয়া কোলেস্নিকোভা এবং ভেরোনিকা তিপকালো; মানবাধিকার সংগঠন হাঙ্গেরিয়ান হেলসিংকি কমিটি এবং নাগরিক অধিকারের পক্ষে থাকা পোলিশ বিচারকগোষ্ঠী আইইউএসটিআইটিআইএ।

বিজ্ঞাপন

চলতি বছর নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের সদ্য বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ন্যাটো, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র, স্কাউট আন্দোলন, স্বাধীন পশ্চিম সাহারার দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাওয়া আমিনাতু হায়দারের নাম।

চলতি বছরের অক্টোবরে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

সারাবাংলা/একেএম

অ্যালেক্সি নাভালনি গ্রেটা থুনবারি পিস রিসার্চ ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর