Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় কৃষক মহাসমাবেশের পরিকল্পনা ওয়ার্কার্স পার্টির

আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৯:১১

ঢাকা: কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কৃষকদের কাছে সরাসরি ভর্তুকি পৌঁছানো, খেত-মজুরদের পল্লি রেশনসহ ২১ দফা দাবিতে কৃষক আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এজন্য দেশের জেলা-উপজেলায় তাদের বৈঠক চলছে। এছাড়া কারোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দিন-তারিখ ঠিক করে রাজধানীতে কৃষক মহাসমাবেশ করবে তারা। ওই সমাবেশ থেকে কৃষকদের সব দাবি-দাওয়া মেনে নেওয়ার জন্য কঠোর কর্মসূচি ঘোষণার চিন্তা করছে দলের নীতি-নির্ধারকরা।

বিজ্ঞাপন

তবে ওয়ার্কাস পার্টির এই আন্দোলন সরকার পরিবর্তনের আন্দোলন হবে না। কিন্তু পরিস্থিতি বাধ্য করলে আন্দোলনের ধরন পাল্টে গিয়ে সরকার পরিবর্তনের দিকে ধাবিত হতে পারে। দলটির লক্ষ্য আন্দোলনের মাধ্যমে কৃষকদের দাবিসহ অন্যান্য পেশার শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা। এজন্য কৃষকদের ধর্মঘটসহ মহাসড়ক অবরোধের মতো কর্মসূচির ঘোষণা আসতে পারে। তাদের এই কর্মসূচিতে কলকারখানায় কর্মরত শ্রমিকসহ খেত-মজুর ও শ্রমিকরা অংশ নেবে। ওয়াকার্স পার্টির একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

এসব বিষয়ে ওয়ার্কর্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা সারাবাংলাকে বলেন, ‘কৃষকদের ২১ দফা দাবি নিয়ে আমরা আন্দোলন অব্যহত রেখেছি। এর সাথে যোগ হবে আঁখচাষিদের দাবিগুলো। তিস্তা বাঁচাও কর্মসূচিতো রয়েছেই।’

তিনি বলেন, ‘করোনা পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও উত্তরবঙ্গে পৃথক দুটি মহাসমাবেশ করা হবে। এরপর ঢাকায় একটি মহাসমাবেশের পরিল্পনা রয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে ঢাকায় মহাসমাবেশের দিন-তারিখ ঠিক করা হবে। ওই মহাসমাবেশ থেকে সরকারকে দাবি মানতে বাধ্য করার মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে কর্মসূচির ধরণ সম্পর্কে এখন মন্তব্য করা ঠিক হবে না।’

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বাংলাদেশের একটি রাজনৈতিক দল। সাম্যবাদী ভাবধারার এই দলটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (লেনিনবাদী), বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং অন্য একটি গ্রুপ নিয়ে ১৯৮০ সালে গঠিত হয়। অমল সেন ছিলেন এটির প্রতিষ্ঠাতা মহাসচিব। ১৯৮৪ সালে এই দলটি দু’ভাগে বিভক্ত হয় এবং দুই পক্ষই একই নাম ব্যবহার করতে থাকে। এর মধ্যে একটি গ্রুপের নেতৃত্ব দেন অমল সেন এবং অন্য গ্রুপের নেতৃত্বে ছিলেন নজরুল ইসলাম।

১৯৯২ সালে দলের দুটি ভাগ একত্রিত হয়। এই দলটি বর্তমান ক্ষমতাসীন ১৪ দলীয় মহাজোটের একটি অংশ। গত নির্বাচনে মহাজোটের নেতৃত্বাধীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কাছে ১৫টি আসন চেয়েছিল। কিন্তু মহাজোট থেকে চারটি আসনে নির্বাচন করার জন্য টিকিট পান। এর মধ্যে তিনটি আসনে দলটির মনোনীত প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে জয়লাভ করেন।

সংশ্লিষ্টরা জানিয়েছে, আগামী নির্বাচনে মহাজোটের কাছে দলটি ২৫টি আসন চাইবে। তবে এবার তারা আর নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চায় না। তারা পরবর্তী সংসদ নির্বাচনে দলীয় প্রতীক হাতুড়ি নিয়ে নির্বাচন করবে বলে ইতোমধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এসব বিষয়ে দলটির অপর এক নেতা জানান, ৪৫ জেলায় ওয়ার্কর্স পার্টির কমিটি তৎপর রয়েছে। বগুড়া জেলা কমিটি নিষ্ক্রিয়। যশোর জেলার ওয়ার্কার্স পার্টির বড় একটি অংশ দলের কার্যক্রম থেকে নিষ্ক্রিয় ছিল। ওই অংশ দলে ফের সক্রিয় হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

কৃষক আন্দোলন ফজলে হোসেন বাদশা বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি মহাসমাবেশ

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর