Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুদি দোকানি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৭:৩৪

বরিশাল: খাবারের লোভ দেখিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ ঘটনায় মিহির শিকারী নামে এক মুদি দোকানির বিরুদ্ধে থানায় মামলা করা হয়। ইতোমধ্যে অভিযুক্ত মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর বড়মাগড়া গ্রামের নলিনী শিকারীর ছেলে মুদি দোকানি মিহির শিকারী খাবারের লোভ দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে নির্জন বাড়িতে নিয়ে প্রায় তিন মাস আগে ধর্ষণ করেন। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এ ঘটনায় ওই ভুক্তভোগীর মা শনিবার দুপুরে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে ওই রাতেই অভিযুক্ত মিহিরকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহার ইসলাম জানান, ভুক্তভোগীর মা মুদি দোকানি মিহির শিকারীর বিরুদ্ধে গত শনিবার একটি মামলা করেন। সেই মামলার ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। রোববার (৩১ জানুয়ারি) সকালে মিহিরকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

সারাবাংলা/এনএস

মুদি দোকানি গ্রেফতার স্কুলছাত্রীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর