কুড়িগ্রামে তাপমাত্রা ৫.৫ ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত জনজীবন
৩১ জানুয়ারি ২০২১ ১৭:১২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৭:১৩
কুড়িগ্রাম: দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুড়িগ্রামে, ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। রোববার (৩১ জানুয়ারি) জেলার রাজারহাট কৃষি আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
আবহাওয়া পর্যবেক্ষক সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামের ওপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় রোববার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এ পরিস্থিতি আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলতে পারে বলেও জানান তিনি।
এদিকে তীব্র শীতে কাবু হয়ে পড়েছে কুড়িগ্রামের মানুষ। সূর্যের দেখা না মেলায় উত্তরীয় হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠাণ্ডার মাত্রা। এতে ব্যহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। এ অবস্থায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নদনদীর তীরবর্তী এলাকার মানুষসহ হতদরিদ্র, ছিন্নমূল মানুষেরা।
কুড়িগ্রাম সদরের দাসেরহাট এলাকার আমজাদ হোসেন বলেন, ‘শনিবার রাত থেকে যে কনকনে ঠাণ্ডা শুরু হয়েছে এর চেয়ে বেশি ঠাণ্ডা এর আগে কখনও পড়ে নাই। একেবারের হাড় কাঁপানো ঠাণ্ডা। কাজ তো দূরের কথা হাত-পা পর্যন্ত বাইরে রাখা মুশকিল হয়ে পড়েছে।’
সদরের যাত্রাপুর ইউনিয়নের কৃষক আব্দুল মালেক বলেন, ‘বোরো চাষের জন্য জমি তৈরি করেছি। কিন্তু এই ঠাণ্ডায় কৃষি শ্রমিকরা পানিতে নেমে কাজ করতে পারছেন না।’
জেলার অসহায় ও দুঃস্থ মানুষের শীত নিবারণে সরকারি ও বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। দুঃস্থদের মানুষের কষ্ট লাঘবে সরকারের পাশাপাশি বিত্তবানরা এগিয়ে আসবে এমন প্রত্যাশাই ভুক্তভোগীদের।
সারাবাংলা/এমও