‘হাঙ্গেরিতে ভ্যাকসিন পাঠাচ্ছে বাংলাদেশ’
৩১ জানুয়ারি ২০২১ ১৪:৩১ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫:৫৪
ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ হাঙ্গেরিতে ভ্যাকসিন পাঠাচ্ছে বাংলাদেশ। রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদকে এই তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
পৃথিবীতে মাত্র ২২টি দেশ ভ্যাকসিনের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ তার মধ্যে অন্যতম জানিয়ে শাহরিয়ার আলম বলেন, হাঙ্গেরি আমাদের কাছে আবেদন করেছে ৫ হাজার ডোজ ভ্যাকসিনের। প্রধানমন্ত্রী সদয় সম্মতি দিয়েছেন। আমাদের স্টক থেকে ৫ হাজার ভ্যাকসিন হাঙ্গরির ভাই-বোনদের বন্ধুদের জন্য পাঠিয়ে দেব।
ভ্যাকসিন নিয়ে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। বিএনপি-জামায়াতের প্রতিটি নেতাকর্মীর বিরুদ্ধে সেই আইন প্রয়োগ করার সময় এসেছে। ভ্যাকসিন নিয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন তারা।
তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে এতো কথা বলছেন বিরোধী দল তা বলা ঠিক হবে না। একসময় অপরাজনীতি যারা কায়েম করেছেন; সেই বিএনপি-জামাতের কিছু নেতার বক্তব্য শুনতে পাই। তাদের (বিএনপি-জামায়াত) বিরুদ্ধে গুজব বিরোধী আইন প্রয়োগের সময় এসেছে।
সারাবাংলা/এএইচএইচ/এএম