Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে ভর্তি বাবুনগরী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৪:৩২ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৫:৩৪

চট্টগ্রাম ‍ব্যুরো: জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরী। শনিবার (৩০ জানুয়ারি) রাতে নগরীর পাঁচলাইশে বেসরকারি সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির এ শীর্ষ নেতাকে।

বাবুনগরীর ব্যক্তিগত সহকারী এনামুর রহমান ফারুকী সারাবাংলাকে বলেন, ‘হুজুরের জ্বর ও বমি ছিল। শরীর খুব দুর্বল। এজন্য রাত সাড়ে ৮টার দিকে উনাকে আমরা হাসপাতালে নিয়ে আসি। এখন শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। ডাক্তার কিছু পরীক্ষা করতে দিয়েছেন। বিকেলে সেগুলোর রিপোর্ট আসবে। তখন পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ১৮ সেপ্টেম্বর হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির শাহ আহমদ শফীর জীবনাবসান হয়। এরপর ১৫ নভেম্বর প্রতিনিধি সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আমির নির্বাচিত হন জুনাইদ বাবুনগরী।

মানসিক নির্যাতনের মাধ্যমে আহমদ শফীকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে তার শ্যালক মোহাম্মদ মঈন উদ্দিন গত ১৭ ডিসেম্বর ৩৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। জুনাইদ বাবুনগরীকে ওই মামলায় আসামি করা না হলেও তদন্ত সংস্থা পিবিআই গত ১২ জানুয়ারি তাকে জিজ্ঞাসাবাদ করে।

আরও পড়ুন –

মামুন-বাবুনগরীর বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি
আহমদ শফী ‘হত্যা মামলায়’ বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ
‘আহমদ শফী হত্যা মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বাবুনগরী-মামুনুল’

 

সারাবাংলা/আরডি/এসএসএ

টপ নিউজ বাবুনগরী হাসপাতালে ভর্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর