Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আখ, লবণ চাষ ও মাছের পুকুরে ভূমি উন্নয়ন কর লাগবে না: ভূমিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১৩:২২

ঢাকা: আখ চাষ, লবণ চাষ ও কৃষকের অবাণিজ্যিক পুকুরে ভূমি উন্নয়ন কর দেওয়া লাগবে না বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এ ক্ষেত্রে ৮ দশমিক ২৫ একর বা ২৫ বিঘা জমি পর্যন্ত এই কর মওকুফের সুযোগ থাকবে।

রোববার (৩১ জানুয়ারি) সংসদ অধিবেশনে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য মোজাফফর হোসেনের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মওকুফের আওতায় ইক্ষু আবাদ, লবণ চাষের জমি এবং কৃষকের পুকুর (বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতিত) অন্তর্ভুক্ত হবে। তবে ভূমি উন্নয়ন কর মওকুফের আওতাধীন কৃষিজমির সংশ্লিষ্ট প্রতিটি হোল্ডিং এর জন্য আবশ্যিকভাবে বার্ষিক ১০ টাকা হারে আদায় করতে হবে।

চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম. আবদুল লতিফের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সূত্রে বা অন্য কোনো সরকারি সংস্থার কাছ থেকে সুনির্দিষ্টভাবে জলভাগ এবং স্থলভাগের আয়তন সম্পর্কিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বাংলাদেশের জনগণের কল্যাণে স্থলভূমি অর্থাৎ কৃষিজমি, বনভূমি এবং জলাভূমি সংরক্ষণের জন্য ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

সারাবাংলা/এএইচএইচ/এসএসএ

খাজনা টপ নিউজ ভূমি উন্নয়ন কর ভূমিমন্ত্রী

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর