Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনার সাড়ে ৪ লাখ ভ্যাকসিন চট্টগ্রামে

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২১ ১০:৫১

চট্টগ্রাম ব্যুরো : করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৪ লাখ ৫৬ হাজার ডোজ ভ্যাকসিন চট্টগ্রামে পৌঁছেছে। রোববার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় বেক্সিমকো ফার্মার একটি শীতাতপ নিয়ন্ত্রিত কাভার্ডভ্যানে ভ্যাকসিন নগরীর আন্দরকিল্লায় সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়।

চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির ও জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি সেগুলো গ্রহণ করেন। এসময় সেখানে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (রোগ ও নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, বেক্সিমকো ফার্মার মো. মহসীনসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জানা গেছে, ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে রওনা দেয়। চট্টগ্রাম নগরীর হালিশহরে বেক্সিমকোর ডিপোতে রাত আড়াইটায় এসে পৌঁছায়। পুলিশ প্রহরায় ভ্যাকসিনবাহী ফ্রিজার ভ্যানটি সকাল পৌনে সাতটায় নগরীর আন্দরকিল্লার জেলা সিভিল সার্জন কার্যালয়ে আনা হয়।

জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী সারাবাংলাকে বলেন, ‘মোট ৩৮টি কার্টনে ৪ লাখ ৫৬ হাজার ডোজের টিকা বুঝে পেয়েছি। প্রতি কার্টনে ১২০০ ভায়াল আছে। প্রতি ভায়ালে ১০টি ডোজ আছে। ভ্যাকসিনগুলো আমাদের ইপিআই কোল্ডরুমের ওয়ার্ক ইন কুলারে সংরক্ষণ করা হচ্ছে। আপাতত সেখানে পুলিশ প্রহরা আছে।’

চট্টগ্রামে প্রথম দফায় আগামী ৭ ফেব্রুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৪টি বুথ থেকে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এর উদ্বোধন করবেন।

সারাবাংলা/আরডি/একে

করোনা টপ নিউজ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর