ভরা পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে মারা গেলেন সাড়া জাগানো পপশিল্পী
৩১ জানুয়ারি ২০২১ ১০:৪০ | আপডেট: ৩১ জানুয়ারি ২০২১ ১৩:৪৬
ভরা পূর্ণিমার চাঁদ দেখতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে মারা গেলেন ২১ শতকের সাড়া জাগানো স্কটিশ পপশিল্পী সোফি জিওন। স্থানীয় সময় শনিবার ভোররাতে গ্রিসের এথেন্সে এ দুর্ঘটনার শিকার হন এই গ্রামি মনোনয়ন পাওয়া শিল্পী ও প্রযোজক।
সোফির প্রতিনিধি বিট্রিশ গণমাধ্যম গার্ডিয়ানকে এ খবর নিশ্চিত করে বলেছেন, হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সেই সঙ্গে সোফির পরিবারের প্রতি শ্রদ্ধা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
২০১৮ সালে রিলিজ হয় তার গ্রামি মনোনয়ন পাওয়া অ্যালবাম ‘ওয়েল অব এভরি পার্লস অন-ইনসাইড’। এই অ্যালবামটি একুশ শতকে পপসঙ্গীতে নতুন মাত্রা যোগ করে। এ বিষয়ে গার্ডিয়ান লিখেছে, সোফি মৌলিক সুর সৃষ্টি করেছে। এর মাধ্যমে সন্ত্রাস বিরোধিতা, দুঃখবোধ ও আনন্দের চরম অবস্থা প্রকাশ করতে সক্ষম।
আমেরিকান বিখ্যাত সঙ্গীত শিল্পী ম্যাডোনার সঙ্গে কাজ করেছেন সোফি জিওন। ‘আই এম ম্যাডোনা’ অ্যালবামের সহযোগী রচয়িতা ও প্রযোজক ছিলেন সোফি।
সারাবাংলা/এএম