Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় আ.লীগ-বিএনপি সমানে সমান, একটিতে জয়ী আ.লীগের বিদ্রোহী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ২২:৪৬

বগুড়া: জেলার ৫টি পৌরসভা নির্বাচনে দু’টিতে আওয়ামী লীগ, দু’টিতে বিএনপি এবং অপর একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মেয়র নির্বাচিত হয়েছেন। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়।

মেয়র পদে নির্বাচিতরা হচ্ছেন-  শিবগঞ্জে আওয়ামী লীগের তৌহিদুর রহমান মানিক, নন্দীগ্রামে আওয়ামী লীগের আনিছুর রহমান, কাহালুতে বিএনপির আব্দুল মান্নান, গাবতলীতে বিএনপির সাইফুল ইসলাম এবং ধুনটে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ জি এম বাদশা।

বিজ্ঞাপন

জানা গেছে, শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী তৌহিদুর রহমান মানিক ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। এখানে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান ভোট পেয়েছেন ২ হাজার ৩৬৬ ভোট।

নন্দীগ্রাম পৌরসভায় ৭ হাজার ৬৬৯ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনিছুর রহমান। এখানে বিএনপি মনোনীত প্রার্থী সুশান্ত কুমার পেয়েছেন ৫ হাজার ১৮৮ ভোট।

কাহালু পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মান্নান ৫ হাজার ২৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামলীগ মনোনীত হেলাল উদ্দিন কবিরাজ পেয়েছেন ৪ হাজার ২৯০ ভোট।

গাবতলী পৌরসভায় বিএনপি মনোনীত সাইফুল ইসলাম ৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মনিনুল হক শিলু পেয়েছেন ৫ হাজার ১১৫ ভোট।

এছাড়া ধুনট পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (বহিস্কৃত) এ জি এম বাদশা ৩ হাজার ৯০২ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত টি আই এম নূরুন্নবী তারিক পেয়েছেন ২ হাজার ৯৩২ ভোট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

আওয়ামী লীগ পৌরসভা নির্বাচন বিএনপি মেয়র

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর