Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বোয়ালখালীতে আগুনে দগ্ধ হয়ে নিঃসঙ্গ বৃদ্ধার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ২১:৫৭

চট্টগ্রাম ব্যুরো: আগুনে দগ্ধ হয়ে জেলার বোয়ালখালীতে ফাতেমা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শাহ মোহাম্মদ চৌধুরী পাড়ার এ ঘটনা ঘটেছে। ওই বাড়িতে বৃদ্ধা একাই বাস করতেন।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার আবদুল্লাহ আল মামুন জানান, বিকেল ৫টার দিকে খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুইটি কাঁচা ঘর পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। ধারণা করা হচ্ছে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

বিজ্ঞাপন

নিহত বৃদ্ধা ফাতেমা বেগম স্থানীয় মৃত আবুল কাশেমের স্ত্রী।

স্থানীয় পৌর কাউন্সিলর মো. ঈসমাইল হোসেন আবু বলেন, ‘বৃদ্ধা ফাতেমা বেগম দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার এক মেয়ে রয়েছে। তবে মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ঘরে তিনি একাই থাকতেন।’

সারাবাংলা/আরডি/এমও

আগুন বৃদ্ধার মৃত্যু

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর