Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বধলায় মুক্তিযোদ্ধা যাচাইবাছাইয়ে বাদ পড়লেন ৫ জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৯:৩৯

নেত্রকোনা: জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সুপারিশবিহীন বেসামরিক গেজেট নিয়মিতকরণে নেত্রকোনার পূর্বধলায় ১১ জন মুক্তিযোদ্ধার যাচাইবাছাই শেষ হয়েছে। এতে ৫ জন মুক্তিযোদ্ধা নিজেদের প্রয়োজনীয় তথ্য নিশ্চিতে ব্যর্থ হওয়ায় তালিকা থেকে বাদ পড়েছেন।

শনিবার (৩০ জানুয়ারি) সকালে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে যাচাইবাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- যাচাইবাছাই কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক)।

বিজ্ঞাপন

উপজেলা যাচাইবাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম জানান, যাচাইবাছাইয়ে প্রয়োজনীয় সাক্ষ্য ও তথ্য-উপাত্ত সঠিকভাবে উপস্থাপন করতে না পারায় ৫ জনকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ৬ জন মুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত করা হয়েছে।

সাক্ষ্য ও তথ্য সঠিকভাবে উপস্থাপন করতে না পারা ৫ জন হলেন- উপজেলার সিজকান্দি গ্রামের মো. আব্দুর রহমান, বাদেপুটিকা গ্রামের মো. আব্দুল হামিদ, গড়ুয়াকান্দা গ্রামের মো. মেহের উদ্দিন, লাউখাই গ্রামের মো. আ. মোতালিব ও ইসবপুর গ্রামের মো. তাজুল ইসলাম।

সারাবাংলা/এমও

জামুকা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই