Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের আওতায় নরসিংদী জেলা হাসপাতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৯:২১ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৯:২৩

নরসিংদী: জেলার ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে (কোভিড ডেডিকেডেট) কোভিড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিতে সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। মজিদ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ৬৪ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম নির্মিত হয়।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা হাসপাতালে এই সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেমের উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন- নরসিংদী সিভিল সার্জন ডা. মো. নূরুল ইসলাম, মজিদ মোল্লা ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শীতল চৌধুরী, আবাসিক কর্মকর্তা ডা. এ এন এম মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও হাসপাতালের চিকিৎসকরা।

সারাবাংলা/এমও

অক্সিজেন নরসিংদী জেলা হাসপাতাল সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই সিস্টেম

বিজ্ঞাপন

চমক জয়া আহসান!
৯ জানুয়ারি ২০২৫ ১৮:০৫

আরো

সম্পর্কিত খবর