Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেতন স্কেলের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি ভূমি কর্মকর্তাদের

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৮:২৬

ঢাকা: ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদের উন্নীত বেতনস্কেলের ওপর স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলনে করেছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। অর্থাৎ গত ২০১০ সালের ৩ জুন বেতনস্কেল উন্নীত করে সরকারের জারি করা গেজেট বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৩০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘প্রধানমন্ত্রী অনুমোদিত গেজেট বাস্তবায়ন কমিটির’ সমন্বয়ক মো. রেজাউর রহমান সমিতির পক্ষ থেকে এই দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউর রহমান টুটু বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা পদের কাজের পরিধি ও কাজের গুরুত্ব অনুযায়ী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ওই পদের বেতনস্কেল উন্নীত করে গত ২০১০ সালের ৩ জুন সরকার গেজেট প্রকাশ করে। কিন্তু অজ্ঞাত কারণে ভূমি মন্ত্রণালয় ওই বেতন স্কেলের গেজেট গত ২০১৩ সালের ২৫ জুলাই স্থগিত করে।’

তিনি আরও বলেন, ‘মাঠ প্রশাসনে কর্মরত ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের কাজের পরিধি, বাজার ঊর্ধ্বগতি ও সার্বিক বিবেচনায় গত ২০১৩ সালের ২৫ জুলাইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের পদোন্নতি, শূন্য পদে নিয়োগ ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছি।’

সরকারের গেজেটে প্রজ্ঞাপিত উন্নীত বেতনক্রম বাস্তবায়নের জন্য ভূমি সহকারী কর্মকর্তা রেজাউর রহমান আট দফা দাবি তুলে ধরেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘আমরা দিন-রাত পরিশ্রম করে সরকারি স্বার্থ মাথায় রেখে জাতীয় সংসদ নির্বাচনসহ সরকারি অন্যান্য আদেশ নির্দেশ পালন তথা গুরুদায়িত্ব পালনে সচেষ্ট আছি। জনবলের অভাবে প্রশাসনিক অবকাঠামোগত শূন্যতা অর্থনৈতিক দৈন্যতায় দৈনন্দিন কাজের ভারে আমরা অভিভাবকহীন দিকপ্রান্ত পথিক। আমরা সরকারের কাছে এই স্থগিতাদেশ প্রত্যাহারের প্রত্যাশা করি।’

দাবি না মানলে আগামী মার্চ মাস থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সংবাদ সম্মেলন থেকে জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন- ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নরসিংদী) আবুল কালাম বাচ্চু, ভূমি সহকারী কর্মকর্তা (খুলনা) সিরাজুল ইসলাম, ভূমি সহকারী কর্মকর্তা (নওগাঁ) জাকির হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/কেআইএফ/এমও

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা বেতন-স্কেল ভূমি কর্মকর্তা

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর