Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৌরীপুর পৌর নির্বাচনে সাংবাদিকের ওপর হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৫:১৫ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৬:২৫

ময়মনসিংহ: তৃতীয় ধাপে অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুর পৌরসভা নির্বাচনে দায়িত্ব পালনের সময় এনটিভির ক্যামেরাপারসন মো. মাসুদের ওপর হামলা চালিয়ে তাকে জখম করা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে শেখ লেবু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাসুদ জানান, দুপুরে কেন্দ্রের পাশে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেলে সেখানে যাওয়া মাত্রই তাকে দুর্বৃত্তরা ধর-ধর বলে চিৎকার করে বাঁশ ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারতে থাকে। এসময় তার হাতে থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনায় মাথায়, হাতে ও পায়ে গুরুতর আঘাত পায় মাসুদ। পরে তাকে উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয়।

উল্লেখ্য, তৃতীয় ধাপের পৌরসভা নির্বাচনে ময়মনসিংহে গৌরীপুরে, ঈশ্বরগঞ্জে ও ভালুকায় মেয়র পদে ১৩ জন, সাধারণ কাউন্সিলর ১১৭ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সারাবাংলা/এসএসএ

গৌরিপুর পৌর নির্বাচন সাংবাদিক হামলা

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর