Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলারোয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২১ ১৪:৪৮ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৬:২৫

সাতক্ষীরা: তৃতীয় ধাপে অনুষ্ঠিত সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী শরিফুজ্জামান তুহিন এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী নার্গিস সুলতানা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সবগুলো কেন্দ্র থেকে এজেন্টদের মারধর করে বের করে দেওয়া এবং বহিরাগতদের এনে নৌকায় ভোট দেওয়ানোর অভিযোগ করে শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন শরিফুজ্জামান তুহিন।

তিনি সাংবাদিকদের বলেন, কেন্দ্রে কেন্দ্রে নৌকার পক্ষে ভোট কাটাকাটি হচ্ছে। পুলিশ আমার সব এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে। আমাকে পুলিশ লাঞ্ছিত করেছে। প্রিজাইডিং অফিসার, ম্যাজি ম্যাজিস্ট্রেট এমনকি উপজেলা নির্বাহী অফিসার তা দেখেও ঠুটো জগন্নাথের মতো বসেছিলেন। সাংবাদিকদের সঙ্গেও পুলিশ বাজে ব্যবহার করেছে। একজন ক্যামেরাম্যানকে গলার কলার ধরে কেন্দ্র থেকে বের করে দিয়েছে পুলিশ।

এদিকে পৌরসভার স্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানা বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন। নিজ বাসায় বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।
এছাড়া কয়েকজন কাউন্সিলার প্রার্থীও ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

সারাবাংলা/এসএসএ

কলারোয়া বিএনপি ভোট বর্জন স্বতন্ত্র

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর