এইচএসসি পাস করাদের জন্য আরও সুসংবাদ
৩০ জানুয়ারি ২০২১ ১৪:১৭ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২১ ১৬:৪২
ঢাকা: ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা শতভাগ পাস করবে— সেটি জানা ছিল আগেই। সে অনুযায়ীই ফলপ্রকাশ হয়েছে। পাশাপাশি আরও একটি খুশির সংবাদও পেয়েছে তারা। গত বছরের এপ্রিলে পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ফরম পূরণ বাবদ যে টাকা তারা জমা দিয়েছিল, পরীক্ষা না হওয়ায় তার একটি অংশ তারা ফেরত পাবে।
শনিবার (৩০ জানুয়ারি) এইচএসসি ও সমমানের ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরম পূরণ বাবদ টাকা নেওয়া হয়েছিল। সেই টাকার কিছু অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুন-
- শিক্ষা প্রতিষ্ঠানে ভিড় না করার আহ্বান শিক্ষামন্ত্রীর
- মোবাইল-ওয়েবে যেভাবে জানা যাবে এইচএসসির ফল
- এইচএসসি’র এই ফলও পুনঃমূল্যায়নের আবেদন করা যাবে
- ফেব্রুয়ারিতে নয়, মার্চে খুলবে স্কুল-কলেজ— ইঙ্গিত প্রধানমন্ত্রীর
- সারাদেশে জিপিএ৫ ১,৬১,৮০৭: সবচেয়ে বেশি ঢাকায়, কম সিলেটে
- শিশুদের হতাশায় ফেলবেন না— এইচএসসির ফলপ্রকাশ করে প্রধানমন্ত্রী
২০২০ সালে ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এবার এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত বছরের ১ এপ্রিল। পরে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে ২৬ মার্চ থেকে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এর আগেই ১৭ মার্চ থেকে স্কুল-কলেজ বন্ধ করা হয়।
এরপর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের মেয়াদ বাড়ানো হয়। করোনা সংক্রমণ পরিস্থিতির খুব একটা উন্নতি না হলে আর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয়নি। ফলে এইচএসসি পরীক্ষা প্রথমে স্থগিত ও পরে গত ৭ অক্টোবর এই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়।
সিদ্ধান্ত হয়, জেএসসি ও এসএসসির ফলাফল গড় করে ২০২০ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের গ্রেড নির্ধারণ করা হবে। মহান মুক্তিযুদ্ধের বছর ১৯৭১ সালের পর এবারই প্রথম বিশেষ সংকটের মুখে পরীক্ষা না নিয়েই সব শিক্ষার্থীকে পাস করানো হলো।
এইচএসসি ও সমমান পরীক্ষা এইচএসসি পরীক্ষা ফরম পূরণ ফরম পূরণের টাকা ফরম পূরণের টাকা ফেরত ফলপ্রকাশ